You have reached your daily news limit

Please log in to continue


রফতানির ১০ শতাংশ টাকা বিদেশে বিনিয়োগ করতে চান ব্যবসায়ীরা

দেশের ব্যবসায়ীরা রফতানি করা অর্থের ১০ শতাংশ বিদেশে বিনিয়োগের অনুমতি চান বলে জানিয়েছেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

রবিবার (৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স-আইসিসি’র উদ্যোগে ও আইবিসিসিআই’র সহযোগিতায় ৬ থেকে ৮ আগস্ট তিন দিনব্যাপী আইসিসি-বিমসটেক এনার্জি কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠান শেষে  সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাতলুব আহমাদ বলেন, ‘আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট এখনও ফ্রোজেন। আমরা বাইরে থেকে ইনভেস্টমেন্ট আনতে পারবো, কিন্তু কোথাও ইনভেস্ট করতে পারবো না। সেটা আমাদের এখনও বন্ধ আছে। এটা নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে অনেক রিকোয়েস্ট করার পর তিনি আমাদের ফ্রুটস সিকিউরিটির জন্য আফ্রিকা পাঠিয়েছিলেন। সেখানে ফার্মিং করা যায় কিনা, কিছু টাকা পাওয়া যায় কিনা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন