যুক্তরাষ্ট্রে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে বেশি, বেকারত্ব ৫০ বছরে সর্বনিম্ন

প্রথম আলো প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১৯:৩২

জুলাই মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে মজুরি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া এবং বেকারত্ব ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসায় বর্তমানে দেশটির শ্রমবাজারে কিছুটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। গত ৫০ বছর দেশটির বেকারত্ব আর কখনোই এতটা কম ছিল না। খবর রয়টার্সের।


গত শুক্রবার প্রকাশিত শ্রম বিভাগের কর্মসংস্থান প্রতিবেদনে চলতি বছরের মে ও জুনে কর্মসংস্থান প্রবৃদ্ধির হার সংশোধন করে কমানো হয়েছে। এতে বোঝা যাচ্ছে, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বৃদ্ধি করার কারণে শ্রমবাজারের চাহিদা কমেছে। জুনে একজন বেকারের বিপরীতে ১ দশমিক ৬টি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে কর্মসংস্থান প্রবৃদ্ধির হার সংশোধনের একটি কারণ হতে পারে এই যে কোম্পানিগুলো নিয়োগ দেওয়ার মতো কর্মী পাচ্ছে না।


এই মিশ্র পরিস্থিতি সত্ত্বেও ফেডের বিষয়ে অর্থনীতিবিদদের ধারণা পরিবর্তন হয়নি। তাঁরা মনে করছেন, ফেড নীতি সুদহার আবার বাড়ালেও অর্থনীতি মন্দার কবলে পড়বে না, প্রবৃদ্ধির হার কমলেও। তবে অনেক কিছুই নির্ভর করবে মূল্যস্ফীতির গতি-প্রকৃতির ওপর, যদিও জুন মাসে মূল্যস্ফীতির হার কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us