শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বঙ্গমাতা'র প্রিমিয়ার শো হচ্ছে ঢাকায়।
সোমবার বিকেল ৫টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সিনেমাটির প্রিমিয়ার শো হওয়ার কথা রয়েছে।
খোরশেদ বাহারের উপন্যাস 'বঙ্গমাতা ইতিহাসের নিভৃত সৈনিক' অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক গৌতম কৈরী।
সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়য়ে সিনেমাটি তৈরি হয়েছে।
নির্মাতা গৌতম কৈরী গ্লিটজকে বলেন, "বাংলাদেশের ইতিহাসের নিভৃত সৈনিক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তার অবদান বরাবরই অলক্ষ্যে থেকে গেছে। তবে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে কোন চলচ্চিত্র নির্মিত হল।"