You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপের দল ঘোষণার সময় বেধে দিল আইসিসি

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের সূচিই এখনও ঠিক হয়নি। আইসিসি ২০১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছিল এক বছর আগে। সেখানে ভারত বিশ্বকাপের সূচি ঘোষণা করতে পেরেছে ১০০ দিন আগে। 

ওই সূচিতেও করতে হচ্ছে কাটাছেড়া। ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রীর জন্য ভারত ও পাকিস্তানের ১৫ অক্টোবরের ম্যাচের সূচি পরিবর্তন হতে যাচ্ছে। একদিন এগিয়ে আসতে পারে ম্যাচটি। আবার কালীপূজার জন্য ১২ নভেম্বর পাকিস্তান ও ইংল্যান্ডের কলকাতার ম্যাচের সূচি নিয়েও উঠেছে আপত্তি। 

এর মধ্যেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার সময় এগিয়ে আসছে। আইসিসি জানিয়েছে, আগামী ২৯ আগস্টের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর প্রাথমিক দল ঘোষণা করতে হবে। তবে সাপোর্ট পিরিয়ড পর্যন্ত যেকোন সময় ওই দলে বোর্ডগুলো পরিবর্তন আনতে পারবে। 

আইসিসি বিষয়টি নিয়ে বলেছে, সাপোর্ট পিরিয়াড শুরু হওয়ার ৩০ দিন আগে প্রাথমিক দল ঘোষণার নিয়ম। সাপোর্ট পিরিয়ড টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে থেকে কার্যকর হয়। সাপোর্ট পিরিয়ড শুরু হওয়ার আগে কোন অনুমতি ছাড়াই বোর্ডগুলো প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে। এর পরে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন দরকার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন