কমিউনিটিভিত্তিক উদ্যোগ নেওয়া জরুরি

আজকের পত্রিকা ডা. মুশতাক হোসেন প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১৫:১৪

আজকের পত্রিকা: চলতি বছর ডেঙ্গুর প্রকোপ জরুরি অবস্থায় পৌঁছেছে বলে আপনি মন্তব্য করেছেন। কেন এ কথা বলছেন?


ডা. মুশতাক হোসেন: একটি দেশে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে, সেই রোগ কখন কোন অবস্থায় রয়েছে, তার একটি রোগ তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়। সেই বিবেচনায় বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি ‘পাবলিক হেলথ ইমার্জেন্সি’ বা জনস্বাস্থ্যের জরুরি অবস্থায় রয়েছে বলা যায়।


মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে না। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় হলে আমরা তখন এই পরিস্থিতিকে জরুরি অবস্থা বলতে পারি। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়। আগে থেকে নিয়ন্ত্রণের ব্যবস্থা না নেওয়ায় এখন নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদি উদাহরণ হিসেবে বলি, কোভিডের সময় যখন ১০০-এর ওপর রোগী শনাক্ত হলো, তখনো আমরা বিষয়টাকে গুরুত্ব দিইনি। একই ঘটনা কিন্তু ইতালিতেও ঘটেছিল। আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া যেত, তাহলে ইতালির পরিস্থিতি অত ভয়াবহ না-ও হতে পারত। সেখানে শত শত মানুষ মুহূর্তের মধ্যে মারা গেছে। তারা কিন্তু মৃত্যু ঠেকাতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us