৫ খাবার: এড়িয়ে চললে পেটফাঁপা, গ্যাসের সমস্যা ঠেকিয়ে রাখা যাবে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১৩:৪৫

বন্ধুর সঙ্গে বন্ধুত্বদিবস পালন করতে যাবেন রেস্তরাঁয়। কিন্তু সকাল থেকে পেটের ভাবগতিক ভাল ঠেকছে না। গতকাল রাতে যে তেলমশলা যুক্ত এমন কিছু খেয়েছেন, তা-ও নয়। তবে চিকিৎসকেরা বলছেন, আবহাওয়ার জন্যেও অনেক সময়ে পেটফাঁপা বা গ্যাসের সমস্যা হতেই পারে। অনেকেই নির্দিষ্ট সময় অন্তর খাবার খান না। অনেক ক্ষণ কিছু না খেলেও পেটে গ্যাস হতে পারে। তবে পুষ্টিবিদেরা বলছেন, এমন কিছু খাবার রয়েছে যেগুলি খেলেও কিন্তু পেটে গ্যাসের উপদ্রব বাড়তে পারে।


১) পপকর্ন


সিনেমা দেখতে গিয়ে পপকর্ন খান না, এমন মানুষের সংখ্যা কমই। কিন্তু ভুট্টায় থাকা ফাইবার সকলের পেটের জন্য ভাল নয়। এই ফাইবার শরীরে গিয়ে ভাঙার সময়েই পেটে গ্যাস উৎপন্ন হয়।


২) স্যালাড


গরমে যত বেশি ফাইবার জাতীয় খাবার খাবেন, পেটফাঁপার সমস্যা তত বৃদ্ধি পাবে। কাঁচা সব্জিতে থাকা ব্যাক্টেরিয়া অন্ত্রের সমস্যা বাড়িয়ে তোলে।


৩) চিউইং গাম


ঝিরঝিরে বৃষ্টিতে বন্ধুর সঙ্গে হাত ধরে হাঁটবেন। যাতে মুখের ভিতর শুকনো না হয়ে যায় সেই কারণে মুখে চিউইং গাম রেখেছেন। কিন্তু এই চিউইং গামের মধ্যে দিয়েই যে পেটের মধ্যে অতিরিক্ত বায়বীয় পদার্থ ঢুকে যাচ্ছে, তা জানেন না অনেকেই।


৪) পেঁয়াজ


গরমকালে শরীর ঠান্ডা থাকে বলে অনেকেই কাঁচা পেঁয়াজ খেয়ে থাকেন। কিন্তু পেঁয়াজ, রসুনে থাকা ‘ফ্রুক্ট্যান্‌স’ পেটফাঁপার মতো সমস্যা বাড়িয়ে তোলে।


৫) আপেল


আপেল খেলেও অনেক সময়ে পেটের এই ধরনের অস্বস্তি হতে পারে। কারণ, আপেলে রয়েছে ফ্রুক্টোজ়। এই উপাদানটি আসলে এক ধরনের প্রাকৃতিক শর্করা। যা থেকে পেটে গ্যাসের সমস্যা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us