চাকরিতে যোগ দেওয়ার পর সরকারি কর্মচারীদের শিক্ষা ছুটি নিয়ে বিদেশে একাধিক মাস্টার্স করার পথ বন্ধ করে দিয়েছে সরকার।
সরকারি কর্মচারীরা শিক্ষা ছুটি নিয়ে কোন কোন বিষয়ে উচ্চ শিক্ষা নিতে পারবে, সেই খাতগুলো নির্ধারণের পাশাপাশি চাকরির মেয়াদ কত দিন বাকি থাকতে কোন প্রশিক্ষণ নেওয়া যাবে- তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিদেশে প্রশিক্ষণ বা উচ্চ শিক্ষা নিতে গিয়ে তা শেষ না করেই দেশে ফিরলে তার কারণ যদি সরকারের কাছে গ্রহণযোগ্য না হয়, তবে বিদেশে থাকাকালীন পাওয়া বেতনভাতা সরকারকে ফেরত দিতে হবে।
এমন সব বিধান রেখে সম্প্রতি ‘জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা নীতিমালা’ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং অনুবিভাগের (সিপিটি) বিদেশ প্রশিক্ষণ গবেষণা ইউনিট।
সরকারি কর্মকর্তারা সর্বোচ্চ পাঁচ বছরের ডেপুটেশনে গিয়ে স্ববেতনে শিক্ষা ছুটি পান