মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৫ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৮ যাত্রী নিখোঁজ রয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে নিখোঁজ যাত্রীদের স্থানীয় প্রশাসনের নেতৃত্বে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে।
লৌহজং থানার এস আই রুস্তম আলী জানান, শনিবার রাত ১০টা পর্যন্ত নিখোঁজ যাত্রীদের মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। এদের মধ্যে ৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।