মেঘের রাজ্যে খুঁজি, কোথায় তুমি বাবা: চঞ্চল চৌধুরী

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ১৬:২৮

প্রায়ই বাবা-মাকে নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া মতো কথা সামাজিকমাধ্যমে তুলে ধরেন দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার এসব লেখা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায়।


২০২২ সালের ডিসেম্বরে চঞ্চল চৌধুরীর বাবা প্রয়াত হয়েছেন। বাবাকে হারিয়ে চঞ্চল মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন। বাবাকে নিয়ে অনেকে আবেগঘন লেখা লিখেছেন তিনি।


প্রায় আট মাস হয়ে গেলেও প্রয়াত বাবাকে ভীষণ মিস করছেন চঞ্চল। দেশে-বিদেশে যেখানেই থাকেন বাবাকে মনে পড়ছে তার। নিজের লেখায় সেই কথাই তুলে ধরলেন এই অভিনেতা।  


শনিবার (৫ আগস্ট) চঞ্চল তার ফেসবুকে বাবার স্মৃতিচারণ করে লেখেন, যখনই দেশের বাইরে যাই সবচেয়ে বেশি উতলা থাকতো যে দুজন মানুষ, তারা হলেন বাবা-মা। ঠিকমতো পৌঁছালাম কি না, শরীর ভালো আছে কি না, ঠিক মতো খাওয়া-দাওয়া করছি কি না, কবে ফিরবো, সাবধানে যেন ফিরি! এইতো বাবা-মা!


চঞ্চল আরও লেখেন, বাবা আমাদের ছেড়ে চলে গেছে প্রায় আটটি মাস। বাবা চলে যাওয়ার পর পেশাগত কাজে অনেক বেশি দেশের বাইরে যেতে হয়েছে। একাধিকবার ভারত, তারপর ইতালি, আমেরিকা, সর্বশেষ অস্ট্রেলিয়া। যখন আকাশে সাদা তুলার মতো মেঘের ভেতর দিয়ে উড়ে যাই হাজার মাইল, মেঘের রাজ্যে বাবাকে খুঁজতে থাকি, কোথায় বাবা তুমি? 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us