রুশ ও মার্কিন ব্যাংকের যোগাযোগ বন্ধ, শস্য ও সারের দাম পাচ্ছে না মস্কো

প্রথম আলো প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ১৩:৩২

যুক্তরাষ্ট্রের ব্যাংক জে পি মর্গান রাশিয়ার শস্য ও সারের দাম পরিশোধে ব্যবস্থা নিচ্ছে না। রাশিয়ার কৃষি ব্যাংককে এই অর্থ পরিশোধ করার কথা ছিল জে পি মর্গানের। এ বাস্তবতায় মস্কো ওয়াশিংটনের কাছে অঙ্গীকার নয়, উদ্যোগ দাবি করেছে। অর্থাৎ মস্কোর দাবি, ওয়াশিংটন এ অর্থ ছাড় করতে ব্যবস্থা নিক।


ওয়াশিংটনের নিশ্চয়তা পেয়ে জে পি মর্গান কয়েক মাস ধরে বিশ্ববাজারে বিক্রি হওয়া রাশিয়ার শস্য ও সারের দাম পরিশোধের ব্যবস্থা করছে। তবে মস্কোর দাবি, জে পি মর্গান এ সপ্তাহে সেই সহযোগিতা বন্ধ করেছে। খবর রয়টার্সের।


রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে বলা হয়েছে, রাশিয়ান অ্যাগ্রিকালচারাল ব্যাংক ও জে পি মর্গানের মধ্যে প্রত্যক্ষ সংযোগ ২ আগস্ট বন্ধ হয়ে গেছে।


তবে এ বিষয়ে জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জে পি মর্গান মন্তব্য করতে রাজি হয়নি।


রাশিয়া এক বছর ধরে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ দিয়েছে। কিন্তু গত ১৭ জুলাই রাশিয়া এ চুক্তি থেকে বেরিয়ে আসে। রাশিয়া বেশ কিছু দাবি উত্থাপন করেছে; তারা বলছে, এসব দাবি মানা না হলে তারা আর এ চুক্তিতে ফিরবে না।


কৃষ্ণসাগর চুক্তির অংশ হিসেবে জাতিসংঘের কর্মকর্তারা বিশ্ববাজারে রাশিয়ার শস্য ও সার রপ্তানিতে সহায়তা করতে রাজি হয়েছিলেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘সেটা করা হলে আমরা তাৎক্ষণিকভাবে চুক্তি নবায়ন করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us