দেশে ‘সাড়া’ তোলা চঞ্চল চৌধুরীর ওয়েব সিরিজ ‘তাকদীর’ রিমেক হল প্রতিবেশী দেশ ভারতে। দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে তেলেগু ভাষায় রিমেক হয়েছে এই সিরিজটি।
সেখাবে এর নাম এটি পেয়েছে ‘দয়া’। শুক্রবার (০৪ আগস্ট) ওর্টিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে মার্ডার মিস্ট্রি সিরিজটি। বাংলাদেশের সৈয়দ আহমেদ শাওকীর বহুল প্রশংসিত ওয়েব সিরিজটির তেলুগু ভার্সন নির্মাণ করেছেন পবন সাদিনেনি। চঞ্চল চৌধুরী অভিনীত ফ্রিজার ভ্যানচালকের চরিত্রটি এখানে করেছেন জেডি চক্রবর্তী।