You have reached your daily news limit

Please log in to continue


ছোট ছোট মানুষের ছোট কিছু আশা

সারাদেশ এখন সমাবেশ, মিছিল আর রাজনৈতিক বিতর্কে সরগরম। সবাই বলছেন, দেশ বাঁচাতে দরকার তাদেরই। যদিও এই প্রশ্ন খুব কম সংখ্যক মানুষই করছেন যে, স্বাধীনতার পর তো ৫২ বছর পেরিয়ে গেল। ক্ষমতায় আপনারাই ছিলেন, তাহলে দেশ এখনো আধমরা কেন? আর একে বাঁচানোর জন্য এত উৎকণ্ঠা ফুটে উঠছে কেন আপনাদের গলায়? ক্ষমতায় যারা আছেন, তারা জোরের সঙ্গে বলছেন আরও দীর্ঘদিন থাকলে কী কী লাভ হবে দেশবাসীর এবং এ যাবৎ কী কী অভূতপূর্ব উন্নতি হয়েছে তার ফিরিস্তি দিচ্ছেন। সেসব শুনছেন দেশের মানুষ।

অন্যদিকে এই সরকার ক্ষমতায় থেকে জনগণের কী কী ক্ষতি হয়েছে, তার বিবরণও মানুষ শুনছে। এসব কথা শোনানোর জন্য সমাবেশ, মিছিল হচ্ছে দেশের বড়-ছোট শহরগুলোতে। সমাবেশে নেতারা বলছেন, কর্মীরা শুনছে, নেতাদের শোনা কথা নিয়ে বিতর্ক হচ্ছে চায়ের দোকানে, আড্ডায় এবং আড্ডা পরিণত হচ্ছে কখনো সহিংসতায়। উন্নয়নের মোহময় বর্ণনা শুনতে শুনতে সাধারণ মানুষ হয়তো নিজেদের দিকে চোরা চাউনি দিয়ে তাকিয়ে দেখেন, যাচাই করে দেখেন আসলে উন্নয়ন যত হয়েছে বলে বক্তৃতায় বলা হচ্ছে, তার প্রতিফলন জীবনে ঘটেছে কিনা? আবার যারা বিরোধিতা করছেন তারা বলছেন, উন্নয়ন হয়েছে যত, দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি। শ্রোতারা এ কথা শুনেও চারপাশে তাকিয়ে দেখছে, দেখি তো উন্নয়নের সুফল কার কার ঘরে গেল?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন