কাতার বিশ্বকাপেই নজরে এসেছিলেন ক্রোয়েশিয়ার তরুণ ডিফেন্ডার জোসকো গার্ডিওল। আরবি লাইপজিগের সেন্ট্রাল ডিফেন্ডার দলবদলের রেকর্ড গড়বেন তখনই আগামবাণী দিয়েছিলেন অনেকে।
রিয়াল মাদ্রিদ তাকে দলে নিতে উঠে পড়ে লাগবে এমন কথাও শোনা গিয়েছিল। তবে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে উঠে পড়ে না লাগলেও ম্যানচেস্টার সিটি ক্রোয়াট ডিফেন্ডারকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে অনেকদিন। সংবাদ মাধ্যমের মতে, গার্ডিওল ও ম্যানচেস্টার সিটির মধ্যে চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেছে। দামের বিষয়ে সমঝোতা হলেই লাইপজিগ ছেড়ে সিটিজেন শিবিরে যোগ দেবেন।