রংপুরে মহাসমাবেশে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় মঞ্চে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। কুশল বিনিময়ের সময় ৯৬ বছর বয়সী ভাষাসৈনিক মজিবর রহমান মাস্টারের কাছে এগিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুকন্যা তার সঙ্গে কথা বলেন, জানতে চান তার খোঁজখবর।
বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠের জনসভার মঞ্চে এই দৃশ্য দেখা যায়। প্রধানমন্ত্রীর সৌজন্যতায় আপ্লুত হন একুশে পদকপ্রাপ্ত মজিবর রহমান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে মন খুলে দোয়া করেন তাকে। সৃষ্টি হয় শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার এক অনন্য নজির।
জানা গেছে, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে হুইলচেয়ারে করে বদরগঞ্জ থেকে মহাসমাবেশে এসেছেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার। তিনি এ বছর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘একুশে পদক’-এ ভূষিত হন। এ ছাড়াও রাষ্ট্রভাষা আন্দোলনের পর স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি।