আবারও উত্তাল হতে শুরু করেছে রাজনীতির মাঠ। নির্বাচনের আর মাত্র চার/পাঁচ মাস বাকি। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। এবারের সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একনাগাড়ে ক্ষমতায় আছে ১৪ বছর ধরে। বিএনপির মতো ক্ষমতামুখী বড় রাজনৈতিক দল ক্ষমতার বাইরে আছে এই পুরোটা সময়। এবারও যদি তারা নির্বাচনে না আসে বা নিদেনপক্ষে দলকে বাঁচানোর কোনো প্রকার কার্যক্রম না দেখায় তাহলে দলের অস্তিত্ব নিয়ে শঙ্কা আছে। নেতাকর্মীরা অনেকেই দলবদল করে ক্ষমতাসীন দলে ভিড় করেছেন। যারা আছেন তারাও হতাশায় ভুগছেন।
কর্মসূচি, পাল্টা-কর্মসূচি চলছে। আওয়ামী লীগ, বিএনপি দুই দলই নিজেদের সেরাটা দেখাতে চাচ্ছে। মিছিলের বা কর্মী-সমর্থকদের জমায়েতের মাধ্যমে শোডাউন পুরোনো হিসাব। ভোটের হিসাবে আওয়মী লীগ বিএনপি’র ভোটের পার্সেন্টিজ কারও চেয়ে কম নয়। যতটা ওঠানামা করে সেটাই হয়ে যায় নির্ধারণী বিষয়।