বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার আওতাভুক্ত নামজারি সেবা প্রদানের ম্যানুয়াল পদ্ধতির কয়েকটি ধারা ও রীতির (Protocol) ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে এক সম্মানিত নাগরিক সম্প্রতি দৈনিক ইত্তেফাকে তার লেখা ‘খতিয়ান শূন্য’ শীর্ষক এক উপসম্পাদকীয়তে আলোকপাত করেন। এটা অনস্বীকার্য যে ভূমিসেবা ডিজিটাইজেশনকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। তবে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনা (System) ইতিমধ্যে যতটুকু অগ্রগতি অর্জন করেছে, এর আওতায়ই লেখকের উত্থাপিত বেশ কিছু উদ্বেগের সমাধান পাওয়া যাবে। একই সঙ্গে আরো অনেক পাঠক পেয়ে যাবেন নিজেদের না করা প্রশ্নের উত্তর।