নুরের বাসায় পুলিশের অভিযান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

সমকাল প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১৮:৩২

যুগপৎ আন্দোলনের শরিক গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসায় রাতে পুলিশের অভিযান এবং এক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি বলেন, ‘এ ঘটনায় আবারও প্রমাণ পেল— দেশ থেকে সুবিচার নিরুদ্দেশ হয়ে গেছে। ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক মূলনীতির তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে।’বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


বিএনপি মহাসচিব বলেন, ভোটারবিহীন এ সরকার বিশ্বে উগ্র স্বৈরাচারের প্রতীকে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দেওয়া ও গ্রেপ্তার করা হচ্ছে। গায়েবি মামলায় মৃত মানুষকেও আসামি করা হয়েছে।তিনি আরও বলেন, জুলুম-নির্যাতনের অংশ হিসেবে গত রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সেখান থেকে এক নেতাকে আটক করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us