ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত সাড়ে তিন মাসের শিশু আয়েশাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাত ২টা থেকে আয়েশা ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক প্রবীর কুমার সরকারের পর্যবেক্ষণে আছেন। তিনি আজ বুধবার বেলা দুইটায় প্রথম আলোকে বলেন, ‘আইসিইউতে চিকিৎসা শুরুর পর থেকে আয়েশার অবস্থা স্থিতিশীল। এটাই আশার কথা। তবে ডেঙ্গু শক সিনড্রোম নিয়েই আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে। শারীরিক বিভিন্ন পরীক্ষায় যে ফল এসেছে, তা ভালো নয়। এমন জটিল রোগীর ক্ষেত্রে মাত্র ১২ ঘণ্টায় কোনো মতামত দেওয়া যাচ্ছে না।’