বর্ষা মৌসুম চললেও বিদায়ী জুলাই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
গত ৩১ জুলাই চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
কারণ হিসেবে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুলাই মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৫০ দশমিক ৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। কেবলমাত্র সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিক।
তাদের মতে, আগস্ট মাসেও দেশে বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে অন্তত ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এমন পূর্বাভাস জানানো হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।