বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক তিনি। ফুটবলে নেতৃত্ব দিয়ে লিগ জিতিয়েছেন আবাহনীকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন লং জাম্পে। এমনকি আরমানিটোলা স্কুলের হয়ে ক্রিকেটে হারিয়েছেন প্রথম বিভাগের দল বিবিসি ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে! ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখায় আব্দুস সাদেক পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। এবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন তিনি। নির্ভরযোগ্য এক সূত্রে জানা যায়, আগামী ৫ আগস্ট শেখ কামালের জন্মদিনে দেওয়া হবে ক্রীড়া পরিষদ পুরস্কার। এবার পুরস্কার পাচ্ছেন ১২ ব্যক্তি ও সংস্থা। নতুন করে এবারই প্রথম ধারাভাষ্য কোটায় পুরস্কার দেওয়া হচ্ছে। সাবেক ক্রিকেটার আতহার আলী খান পেতে যাচ্ছেন তা।