চিকিৎসককে রোগীদের প্রতিপক্ষ বানাল কে

প্রথম আলো শেখ সাবিহা আলম প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৬:৩৩

এই ডেঙ্গু প্রাদুর্ভাবের কালে যে বা যাঁরা সন্তান কোলে সরকারি হাসপাতালে ছুটছেন, ধরে নিতে হবে তাঁদের প্রত্যেকের উদরে আগুন আর বুকে শঙ্কা। তাঁদের প্রতি আমরা যেন সদয় হই। আর যে বা যাঁরা পাঁচ শ শয্যার হাসপাতালে তিন গুণ রোগী সামাল দিচ্ছেন, তাঁরা সময়ের প্রয়োজনে যুদ্ধক্ষেত্রের সৈনিক। তাঁদের প্রতি আমরা যেন আস্থা না হারাই। তো এই যাঁদের অবস্থা, তাঁদের মধ্যে তো বিরোধ থাকার কথা নয়। তাহলে মাঝখানে কোন নেপো দই মারছেন?


এই নেপোর নাম স্বাস্থ্য ব্যবস্থাপনা। আর এর কান্ডারি বা ক্যাপ্টেন হলেন স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান কান্ডারির নাম জাহিদ মালেক। কথায় আছে, ‘দ্য ক্যাপ্টেন গোজ ডাউন উইথ দ্য শিপ’। টাইটানিক জাহাজের ক্যাপ্টেন ই জে স্মিথের কথা ধরুন। প্রত্যক্ষদর্শীদের কেউ বলেন, তিনি মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছিলেন। কেউ বলেন, স্রোতের তোড়ে তিনি ভেসে যান। তারপর আবার টাইটানিকে ফিরে আসেন। জাহাজের ফায়ারম্যান হ্যারি সিনিয়র আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেন, তিনি একটি নবজাতককে আঁকড়ে ধরে সাঁতরে একটি লাইফবোটের কাছে যান। তাঁকে হস্তান্তর করে ফিরে আসেন জাহাজে। বলেন, ‘আই উইল ফলো দ্য শিপ’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us