উপাচার্যের ভিসার আবেদন ও আমাদের সাংবাদিকতা

বাংলা ট্রিবিউন আনিসুর রহমান প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১৯:৪৬

দিন কয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কানাডার ভিসা পাওয়া না পাওয়া নিয়ে বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যম খবর প্রচার করেছে। খবরের সারকথা হলো উপাচার্য মো. আখতারুজ্জামান কানাডার ভিসা না পেয়ে কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সংস্থা আয়োজিত দেশটির ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে অংশ নিতে যেতে পারলেন না। আয়োজকদের তরফ থেকে বলা হয়েছিল, আমন্ত্রিত অতিথিদের সশরীরে উপস্থিত হয়েই আয়োজিত কর্মসূচিগুলোতে অংশ নিতে হবে। ১৮ জুলাই অনুষ্ঠিত সিম্পোজিয়ামে শেষ পর্যন্ত উপাচার্য অনলাইনে যুক্ত হয়ে অংশ নিয়েছেন।


ভিসার দীর্ঘসূত্রতার জন্যে আয়োজকদের তরফ থেকে উপাচার্য বরাবর  দুঃখও প্রকাশ করা হয়েছে।উপাচার্য ভিসার জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন ১৫ জুন। তার পাসপোর্ট এখনও ঢাকাস্থ কানাডীয় হাইকমিশনে। দূতাবাস থেকে উপাচার্যকে ভিসা দেওয়া না দেওয়ার ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। অথচ কয়েকটি গণমাধ্যমে খবর প্রচার করা হলো– তাকে ভিসা দেওয়া হয়নি। খবরের কোথাও দূতাবাসের বক্তব্য নেওয়া হয়নি।স্বাভাবিক প্রক্রিয়ায় ঢাকা থেকে কানাডার ভিসা পেতে প্রায় দুই মাস লাগে। এটাই নিয়ম। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবেদন করেছেন এক মাস আগে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us