ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, ঢাকায় শিশু আক্রান্তের হার বেশি: স্বাস্থ্য অধিদপ্তর

ডেইলি স্টার প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৬:১৫

ডেঙ্গু শনাক্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


আজ রোববার দুপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেসের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন এ তথ্য জানান।


তিনি জানান, 'গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৩ জন, ঢাকার বাইরে ১ হাজার ৫৯ জন। সর্বমোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। ঢাকায় মারা গেছেন ৯ জন এবং ঢাকার বাইরে মারা গেছেন ১ জন।'


শাহাদত আরও জানান, 'ঢাকায় ভর্তি রোগী রয়েছে ৫ হাজার ১০০ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬১ জন। মোট চিকিৎসাধীন ৮ হাজার ৯৬১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৭ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছুটি নিয়ে গেছেন। মোট ২৩৯ জন মারা গেছেন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই

প্রথম আলো | ঢাকা মেট্রোপলিটন
সম্পাদকীয় ২ সপ্তাহ, ২ দিন আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us