চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নিজের ভোট দিয়ে জয়ের আশা জানালেন; ভোটাররাও কেন্দ্রে আসবেন, সেই আশার কথা বললেন।
পৌনে পাঁচ লাখ ভোটারের এ সংসদীয় আসনে রেববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে।
নগরীর নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই লাইনে দাঁড়ানো দেখা যায় জনা পনের ভোটারকে।
সোয়া ৮টার দিকে এই কেন্দ্রে আসেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু; এরপর নিজের ভোট দেন।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি ভোট দিয়েছি। এখানে পাশেই ভোটাররা লাইনে আছেন। উনারাও ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সাথে ভোটার আরো বাড়বে আশা করি।”
বছরখানেক ধরে সব ধরনের নির্বাচন বর্জন করে আসা বিএনপি এ উপ নির্বাচনেও কোনো প্রার্থী দেয়নি। দুজন স্বতন্ত্রসহ প্রার্থী হয়েছেন মোট ছয়জন।