আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে ভোট দিচ্ছেন পৌনে পাঁচ লাখ ভোটার।
নির্বাচনী কর্মকর্তারা জানাচ্ছেন, রোববার সকাল ৮টায় এ আসনের ১৫৬টি কেন্দ্রের ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।
বছরখানেক ধরে সব ধরনের নির্বাচন বর্জন করে আসা বিএনপি এ উপ নির্বাচনেও কোনো প্রার্থী দেয়নি। জাতীয় নির্বাচনের মাস পাঁচেক আগে এ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ বলে বিশ্লেষকরা মনে করছেন।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান শনিবার সাংবাদিকদের বলেন, “সাধারণত উপনির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম থাকে। তারপরও আমাদের দিক থেকে ভোটার উপস্থিতি নিয়ে সবধরনের সহায়ক ব্যবস্থা নেওয়া হয়েছে।”