লাঠিপেটায় আহত গয়েশ্বরকে সোনারগাঁও থেকে খাবার এনে বেড়ে খাওয়ালেন ডিবির হারুন

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩, ১৯:৫০

রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি চলাকালে নয়াবাজারের ধোলাইখাল মোড়ে বেধড়ক লাঠিপেটার শিকার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 


আজ শনিবার বেলা ১১টায় নয়াবাজারে বিএনপি অফিসের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অবস্থান কর্মসূচিতে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিএনপি নেতা গয়েশ্বরসহ অন্তত সাতজন নেতা-কর্মী আহত হন। 


গয়েশ্বর রায়কে রাস্তায় ফেলে লাঠিপেটা করা হয়। এরপর আহত গয়েশ্বরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীকালে তাঁকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদের কার্যালয়ে নেওয়া হয়। 


সেখানে গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খাবার খাওয়ান ডিবির প্রধান। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে তাঁর জন্য খাবার আনা হয়।


বিরিয়ানি ও মাংসের পাশাপাশি কয়েক ধরনের ফল আনা হয়। সেই খাবার ডিবির প্রধান নিজ হাতে পরিবেশন করেন। নিজেও এক টেবিলে বসে দুপুরের খাবার খান ডিবির হারুন। 


গয়েশ্বরকে আপ্যায়নের বিষয়ে জানতে চাইলে ডিবির প্রধান হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভিআইপি রাজনীতিবিদদের কোনো কারণে ডিবিতে আনা হলে তাঁকে যথাযথ মর্যাদা দেওয়া হয়। আমরা তাঁকে ঘটনাস্থল থেকে সেফ করে ডিবি কার্যালয়ে এনেছিলাম। পরে দুপুরে খাওয়াদাওয়া পর বাসায় পৌঁছে দিয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us