চুন শুধু পানের জন্য নয়, রূপচর্চারও অঙ্গ হয়ে উঠতে পারে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩, ১৭:২৫

চুন ছাড়া পান খাওয়ার কথা শুনেছেন কখনও? অনেকে মনে করেন, পানে চুন দিলে তা হজমের ক্ষমতা বা়ড়িয়ে তুলতে সাহায্য করে। এই চুন যে রূপচর্চার কাজে লাগে, তা হয়তো জানেন না অনেকেই। চুনের মূল উপাদান ক্যালশিয়াম কার্বোনেট এবং বিভিন্ন খনিজ। যা ত্বকের জন্য উপকারী। শোনা যায়, এই চুন দিয়েই প্রাচীনকালে রূপচর্চা করতেন মহিলারা। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকচর্চায় চুন ব্যবহার করলেও তার পরিমাণে যেন গোলমাল না হয়। চুনের মাত্রা একটু বেশি হয়ে গেলেই কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে।


রূপচর্চায় কী ভাবে চুন ব্যবহার করা যায়?


১) এক্সফলিয়েশন


ত্বক থেকে মৃত কোষ বা মরা চামড়া তুলে ফেলতে দারুণ ভাবে কাজ করে এই চুন। ত্বকের মসৃণতা বজায় রাখতে স্ক্রাব ব্যবহার করেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, এই স্ক্রাবের মধ্যে চুন মিশিয়ে নেওয়া যেতেই পারে। মসৃণ ত্বক পেতে চুনের যথেষ্ট ভূমিকা রয়েছে।


২) তৈলাক্ত ত্বকের জন্য


ত্বকের অতিরিক্ত তেল শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে চুনের। মুখের ‘টি জ়োন’ থেকে তেল শুষে নেওয়ার জন্য ইদানীং ‘শিট মাস্ক’ পাওয়া যায় বাজারে। তবে সেগুলি বেশ খরচসাপেক্ষ। কিন্তু খরচ করতে না চাইলে সেই একই ফল পাওয়া যেতে পারে চুন ব্যবহার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us