ঢাকার প্রবেশমুখে পাল্টা-সমাবেশের ঘোষণা যুবলীগের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ২১:২৮

বিএনপি ও সমমনা দলগুলো ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করার পর তার পাল্টায় একই এলাকায় শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।


শনিবার সকাল থেকে রাজধানীর সব প্রবেশমুখে এই শান্তি সমাবেশ হবে বলে যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা জানিয়েছেন।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শনিবার বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবু বাজার, সাইনবোর্ড, কাঁচপুর, যাত্রাবাড়ীসহ রাজধানীর সব প্রবেশমুখে শান্তি সমাবেশ করবে যুবলীগ।"


এর আগে ঢাকায় মহাসমাবেশ করে সরকার হটানোর এক দফা আন্দোলনের নতুন কর্মসূচিতে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।


রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করে যুগপৎভাবে একই কর্মসূচি ঘোষণা করে বিএনপির সমমনা দল ও জোটগুলো।


আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগও এদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us