বালকে রামহিম, বালিকায় খৈ খৈ চ্যাম্পিয়ন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ২০:২৮

৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালক ও বালিকাদের অনূর্ধ্ব-১৮ একক এবং উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম। বালক এককে রামহিম ও বালিকা এককে খৈ খৈ চ্যাম্পিয়ন হয়েছেন।


চট্টগ্রামের রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে বালক এককের ফাইনালে রামহিম হারিয়েছেন রাজশাহীর নাফিসকে। ৪-০ ব্যবধানে ম্যাচ জেতেন রামহিম। নাফিসকে কোন সুযোগ না দিয়েই রামহিম খেলা শেষ করেন। প্রথম দুটি সেট ১১-৮ ও পরের দুটি সেট ১১-৬ ব্যবধানে জেতেন রামহিম। 


বালিকা এককের ফাইনালে চট্টগ্রামের খৈ খৈ ৪-১ ব্যবধানে হারিয়েছেন আনসারের তুশীকে। প্রথম সেট খৈ ১১-৭ ব্যবধানে জিতলেও, দ্বিতীয় সেট ১১-৮ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান তুশী।‌ কিন্তু পরের তিনটি সেট জিতে খৈ খৈ শেষ হাসি হাসেন।


এদিকে, মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছেন চট্টগ্রামের রামহিম-ঐশী জুটি এবং একই দলের হৃদয়-খৈ খৈ জুটি। দুটি সেমিফাইনালে তারা হারিয়েছে আনসারের প্রতিপক্ষকে। 


প্রথম সেমিফাইনালে রামহিম ও ঐশ্বী জুটি ৩-১ সেটে হারিয়েছে সজীব ও মৌ জুটিকে। প্রথম সেটে রামহিম-ঐশ্বী ১১-৬ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট সজীব-মৌ জিতে নেন ১২-১০ ব্যবধানে। তবে পরের দুই সেটে ১১-৭ ও ১১-৯ ব্যাবধানে জিতে ফাইনালে জায়গা করে নেন রামহিম ও ঐশ্বী জুটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us