কোনো লেখা কে লিখেছে– মানুষ নাকি এআই? তা শনাক্ত করতে একটি প্রযুক্তি প্রকাশ করেছিলো চ্যাটজিপিটির প্রস্তুতকারক ওপেনএআই। কিন্তু নির্ভুলতার হার সন্তোষজনক না হওয়ায় সেটিকে সরিয়ে দিয়েছে কোম্পানিটি।
“গ্রাহকদের প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে আরও কার্যকরী উপায়ে কোনো লেখাকে যাচাই করার বিষয়ে আমরা গবেষণা করছি।” —একটি ব্লগপোস্টে বলেছে কোম্পানিটি।
প্রযুক্তিটি সরিয়ে দিলেও ওপেনএআই বলেছে “কোনো অডিও বা ভিজুয়াল কনটেন্ট এআই সৃষ্ট কিনা, তা যাচাই করার পদ্ধতি তৈরি এবং প্রকাশ” করার কথা বলেছে ওপেনএআই। কিন্তু সেই পদ্ধতিটি কী হবে সে বিষয়ে কোম্পানি কিছুই জানায়নি বলে মন্তব্য করেছে দ্যা ভার্জ।