ছানি অপারেশনের আগে রোগীর করণীয়

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ১২:৩৫

ছানি চোখের সাধারণ একটি সমস্যা। যে কোনো বয়সে ছানি দেখা দিতে পারে। তবে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় বয়স্কদের। এই বয়সে ছানির পাশাপাশি অন্যান্য সমস্যাও থাকে। যেমন- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির জটিলতা, হরমোনের সমস্যা, প্রোস্টেটের সমস্যা ইত্যাদি। বার্ধক্যজনিত অসুস্থতাও বিদ্যমান থাকতে পারে। অনেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন। বিভিন্ন ধরনের জটিলতায় নানা রকম ওষুধ সেবন করেন অনেকে। ছানির একমাত্র চিকিৎসা হলো অপারেশন করে চোখে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন। যে কোনো অপারেশনেই কিছু জটিলতা থাকে। সেসব জটিলতা পরিহার করে অপারেশন সম্ভব হলেই কেবল সফলতার আশা করা যায়। তাই ছানি অপারেশনের আগে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে তা হলো-


ছানি অপারেশনের সিদ্ধান্ত প্রক্রিয়ার প্রথমেই যে বিষয়টি সামনে চলে আসে সেটি হলো, ডায়াবেটিস। অনেকেই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভোগেন। ডায়াবেটিস রোগীর অপারেশন-পরবর্তী ইনফেকশনের জটিলতার ঝুঁকি বেশি। অপারেশন পরবর্তীকালে চোখের ইনফেকশন মানে অন্ধত্ব বরণ। তাই অপারেশনের আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ খুব জরুরি। এক্ষেত্রে অনেকেরই দেখা যায় সুগার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে না, বিশেষ করে যারা দীর্ঘদিন ইনসুলিন ব্যবহার করে থাকেন। আবার কারও কারও ক্ষেত্রে সুগার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে গেলে হাইপো হয়ে যায়। সেক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে অপারেশন করতে হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us