ফোড়া কী?
ফোড়া হলো চামড়ার নিচে জমাটবদ্ধ পুঁজ। সাধারণ ফোড়া ছাড়াও একই ধরনের আরেকটি সমস্যা দেখা দিতে পারে, যার নাম কার্বাঙ্কল। কার্বাঙ্কল হলো একসঙ্গে কয়েকটি ফোড়ার সমষ্টি।
কোথায় হয়?
এসব সাধারণত চামড়ার নিচে হয়, যা খুব দ্রুত লালচে হয়ে বেড়ে ওঠে। সেই সঙ্গে থাকে অনেক ব্যথা।
কী কারণে হয়?
গবেষণায় জানা গেছে, অধিকাংশ ফোড়ার পেছনে এমন একটি ব্যাকটেরিয়া দায়ী, যা স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের চামড়াতেই অবস্থান করে। এর নাম ‘স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস’। এসব ব্যাকটেরিয়া কোনো ছোট ক্ষত বা চুলের গোড়া দিয়ে চামড়ার নিচে ঢুকে ফোড়া তৈরি করতে পারে।