তৈরি পোশাকের অন্যতম অপ্রচলিত বাজার অস্ট্রেলিয়া। দেশটিতে ২০৩২ সাল পর্যন্ত পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। অর্থাৎ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পর আরও ছয় বছর বর্তমানের রপ্তানি সুবিধা অব্যাহত থাকবে। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার, মন্ত্রী ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
অস্ট্রেলিয়ায় বর্ধিত সময়ের জন্য এ শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেতে উৎস বিধির কোনো শর্ত পরিপালনের বাধ্যবাধকতা থাকছে না। তবে দেশটি থেকে আরও বেশি তুলা ও উল আমদানির অনুরোধ করা হয়েছে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে। বর্তমানে উৎপাদনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার তুলা ও উল খুব সামান্যই ব্যবহার করে থাকেন বাংলাদেশের উদ্যোক্তারা। তবে সরাসরি সেখান থেকে আমদানি না করে চীনের মাধ্যমে দেশে আনা হয়। এর আগে ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর এলডিসি-পরবর্তী আরও তিন বছর বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে তাঁর দেশের সিদ্ধান্তের কথা জানান।