বিএনপির চালে সরকার কি বেতাল হবে?

সমকাল ফারুক ওয়াসিফ প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ০১:০১

ইতিহাস শোয়া মানুষকে দাঁড় করিয়ে দেয় না। শোয়া থেকে উঠে দাঁড়াতে হয় নিজের জোরে। শুধু দাঁড়ানো লোককেই ইতিহাস তুলে নেয় না। নিজের যোগ্যতায় মাটির পদাতিকদের থেকে কিছুটা ওপরে উঠতে হয়। সেই উত্থিত মানুষের ওপরই ভর করে ইতিহাস। তাকে তুলে নেয় ইতিহাসের যানে। বিএনপি চাইছে ইতিহাসের সেই সুযোগটা নিতে। তার জন্য আগে তাকে দাঁড়াতে হবে। এতদিন বিভিন্ন জনপদে ঢাকঢাক গুড়গুড় আয়োজন চলেছে। এখন ঢাকায় বড় মহাসমাবেশ নিয়ে তারা দাঁড়াতে চাইছে ক্ষমতার সম্মুখে। তৈরি করতে চাইছে নতুন ইতিহাস।


কিন্তু পুলিশ বেজায় বেরসিক। তারা বেছে বেছে মিহি চালাকিটাই করল। বলল, ছুটির দিন ছাড়া আন্দোলন করা যাবে না। বিএনপি কি তাদের বোঝাতে পারবে– দরখাস্ত করে ক্যালেন্ডারে ছুটির লাল শুক্রবার দেখে সংগ্রাম করা যায় না। সংগ্রামের নিজস্ব গতি আছে। সেই গতির সঙ্গেই তাল মিলিয়ে ছুটতে হবে ক্যালেন্ডারকে। সেই গতি এখনও আসেনি আন্দোলনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us