পেঁয়াজ-রসুন ও কাঁচামরিচের দামে স্বস্তি মিলছে না ভোক্তার। মাঝে কিছুটা কমে আবার বেড়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। কয়েক দফা বেড়ে উচ্চমূল্যে স্থির হয়ে আছে রসুন। ক্রেতাদের অভিযোগ, এসব পণ্য দেশে উৎপাদনের পাশাপাশি আমদানি হলেও বাজারে দাম কমছে না। পাইকারি ও খুচরা ব্যবসায়ী যে যার মতো করে পণ্যের দাম বাড়ান। নিত্যপণ্যের বাজারে নেই যথাযথ নজরদারি।
কাঁচামরিচ আর রসুনের দামে বেশ অসন্তুষ্ট গৃহিণী সিনথিয়া রহমান। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজার থেকে ১১৫ টাকায় আধা কেজি কাঁচামরিচ কিনেছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাজারে সব জিনিসের দাম বেশি। এখনও মরিচের দাম কমানো গেল না। এক কেজি রসুন কিনতে গেলে ২৬০ টাকা চান দোকানদাররা। জিনিসপত্রের দাম বাড়লে গরিবের কষ্ট বাড়ে। কিন্তু এসব নিয়ে যেন সরকারের মাথাব্যথা নেই।