আমার নিজের অভিজ্ঞতা দিয়েই শুরু করি। কেন্দ্রীয় ব্যাংক ও দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউয়ের দায়িত্ব থেকে তখন সদ্য অবসর নিয়েছি। অল্প কিছুদিন পরই ভরাটকণ্ঠের এক ভদ্রলোক আমাকে টেলিফোন করলেন। ‘হ্যালো’ কথাটি শোনার পরই তিনি একান্ত সাবলীল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ‘কেমন আছেন মাহফুজ ভাই?’
তিনি আমাকে পরিচয় দিলেন যে, দুদকের অফিসার। কর্মজীবনে আমার সঙ্গে নাকি দুবার দেখাও হয়েছে। আমাকে তিনি খুব সম্মান করেন। ওয়ান-ইলেভেনসহ অনেক ক্ষেত্রে পেশাগত কারণে দুদকের সঙ্গে মিলে আমার কাজ করতে হয়েছে। তাই দুদকের একজন কর্মকর্তা আমাকে চিনতে এবং সম্মান করতেই পারেন।