লেখাটি শুরু করতে চাই সংসদে বাজেট অধিবেশনে বাণিজ্যমন্ত্রীর টিপু মুনশির বক্তৃতা থেকে। বাজারের ঊর্ধ্বগতি নিয়ে সংসদ সদস্যদের তোপের মুখে দাঁড়িয়ে তিনি বলছিলেন, ‘সিন্ডিকেট নির্ভর বাজার ব্যবস্থা আমরা চাইলে ভাঙতে পারি। কিন্তু এতে যে পরিস্থিতি তৈরি হবে তা সামাল দেওয়া মুশকিল’।
আমি বলি, এটি একজন শক্তিশালী রাজনীতিকের অসহায় আত্মসমর্পণ। পাশাপাশি তিনি সরল স্বীকারোক্তি দিয়েছেন, যার মধ্যে দিয়ে তিনি প্রতিনিধিত্ব করলেন কৌশল করে বেঁচে থাকা বাংলাদেশের প্রতিটি মানুষের।
আমি আসলে বলার চেষ্টা করছি মানুষ কৌশল করে জীবনযাপন করছেন। যদি ঘুরিয়ে বলি, তাহলে বলতে হবে, প্রত্যেক মানুষ নিজে ঠকছেন, পাশাপাশি অন্যকেও ঠকাচ্ছেন।