এখনই পদক্ষেপ না নিলে ‘সামনে বিপদ’: সাইবার নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞের সতর্কবার্তা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ২৩:১৭

বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে দ্রুত এগিয়ে যেতে থাকলেও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে যে অনেক ঘাটতি থেকে যাচ্ছে, সেদিকে দৃষ্টি আকর্ষণ করে সরকারি সংস্থাগুলোকে কার্যকর করার তাগিদ দিয়েছেন তথ্যপ্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির। 


তিনি বলেছেন, “সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আমরা বহু পেছনে পড়ে আছি। আমরা যদি এক্ষেত্রে দ্রুত কাজ না করি, তাহলে তথ্য চুরির মত ঘটনা আরও বেশি দেখতে পাব।” 


দেশের তথ্যপ্রযুক্তি খাতে প্রায় তিন দশকের কাজের অভিজ্ঞতা রয়েছে সুমন আহমেদ সাবিরের। লাখ লাখ বাংলাদেশি নাগরিকের তথ্য অনলাইনে উন্মুক্ত হয়ে যাওয়ার ঘটনা যখন উদ্বেগ জাগাচ্ছে, ঠিক সেই সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে এসে বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। 


রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয় ইনসাইড আউটের এই সর্বশেষ পর্বটি। 


একটি সরকারি ওয়েবসাইট থেকে যেভাবে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে হয়ে পড়ল, তার দায় কেবল একক ব্যক্তিকে দেওয়া যাবে না মন্তব্য করে সুমন বলেন, “পুরো সিস্টেমই ব্যর্থ হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us