বন্যা পরিস্থিতির আশঙ্কা নয়ডায়, নদী তীরবর্তী এলাকা থেকে সরানো হল প্রায় ২০০ জনকে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ১৫:২৩

বর্ষার বৃষ্টিতে ফুঁসছে নদী। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের নয়ডা এলাকায় বন্যা পরিস্থিতির সতর্কতা জারি করা হল। হিন্ডন নদী লাগোয়া নিচু এলাকায় প্লাবন পরিস্থিতির সতর্কতা জারি করেছে গৌতম বুদ্ধ নগর প্রশাসন। রবিবার এই কথা জানা গিয়েছে।


বন্যা পরিস্থিতি নিয়ে শনিবারই সতর্ক করেছিল প্রশাসন। সেই মতো পাঁচটি গ্রামের প্রায় ২০০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, এই মুহূর্তে বিপদসীমার নীচ দিয়েই বইছে হিন্ডন নদী। অতিরিক্ত জেলাশাসক অতুল কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, যে ২০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে, তাঁদের খাবার দেওয়া হয়েছে।


তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে হিন্দন নদীর জল ২০০ মিটার উচ্চতায় বইছে, যা বিপদসীমার নীচে রয়েছে। ভৌগোলিক দিক থেকে হিন্ডন এবং যমুনা নদীর মধ্যে অবস্থান এই জেলার। ইতিমধ্যেই যমুনার জলে গত কয়েক দিনে দিল্লিতে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছিল। এর জেরে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us