সুদহারে ২ শতাংশের বেশি ঋণাত্মক স্প্রেডে চলছে চার ব্যাংক!
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ০২:২৭
সুদ খাত যেকোনো ব্যাংকের আয়ের প্রধান উৎস। বিতরণকৃত ঋণ থেকে প্রাপ্ত আয় দিয়ে আমানতকারীদের সুদ পরিশোধ করে ব্যাংক। এ ‘ব্যাকরণ’ মেনেই পরিচালিত হয় ব্যাংকিং কার্যক্রম। যদিও দেশের সরকারি, বেসরকারি ও বিদেশী খাতের ছয় ব্যাংকের আমানতের গড় সুদহার এখন ঋণের গড় সুদহারের চেয়ে বেশি। ফলে ব্যাংকগুলোর ঋণ ও আমানতের গড় সুদহারের ব্যবধান (স্প্রেড) এখন নেমে এসেছে