You have reached your daily news limit

Please log in to continue


সেবা যখন হেলিকপ্টারবিলাসী, গরিবের বেঁচে থাকাই দায়

একটি জাতীয় ইংরেজি দৈনিকের শিরোনাম “Private chopper service booming in Bangladesh” Dhaka Tribune, জুলাই ১৪, ২০২৩, অর্থাৎ বেসরকারি হেলিকপ্টার সেবার রমরমা ব্যবসা হচ্ছে বাংলাদেশে। মোট ১৩টি ব্যবসায় প্রতিষ্ঠান ৪২টি হেলিকপ্টার বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট নিয়ে এ ব্যবসা পরিচালনা করছে। তাদের ব্যবসায় যুক্ত হয়েছে ধনীদের বিলাসী সেবা দেওয়া। মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী নিয়ে এই হেলিকপ্টারে যারা চড়েন তারা প্রতি ঘণ্টায় ৬৬,০০০ থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা খরচ করছেন। কেউ শুধু আনন্দ-ফুর্তির জন্য ১০ মিনিটে ৫,৫০০ টাকা খরচ করছেন, কেউ পদ্মা সেতু দেখতে চাইলে ১৬,৫০০ টাকায় রাউন্ডট্রিপ দিতে পারেন। এই প্রতিবেদনের সবচেয়ে উল্লেখযোগ্য শেষ অংশ হচ্ছে, Joyride, but not for all।

এই হেলিকপ্টার ভ্রমণ খুব আরামদায়ক, আনন্দদায়ক, সময় কম লাগে। কিন্তু এই সেবা শুধু মুষ্টিমেয় কিছু পরিবার ও ব্যক্তির জন্য। সবার জন্য নয়। এর মধ্যে সামান্য অংশ আছে ধনী রোগীকে হাসপাতালে নেওয়ার জন্যে; বাকি সবটাই আনন্দের এবং বিলাসী জীবনযাপনের অংশ। বিষয়টা কি উন্নয়নের লক্ষণ নাকি বিদ্যমান ধনী-গরিবের এক নিষ্ঠুর ফারাক–সেটি দেখার বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন