নিজের দমেই বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। এখানে তাঁর কোনো আত্মীয় নেই, তথাকথিত গডফাদার নেই। জীবনে অনেক সাফল্য পেলেও তাঁর নিজের একটা স্বপ্ন অপূর্ণ ছিল, বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে জুটি। তাপসীর এই স্বপ্নও পূরণ হতে যাচ্ছে। এক সাক্ষাৎকারে তাঁর অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
শিগগিরই রাজকুমার হিরানির ‘ডানকি’ ছবিতে দেখা যাবে তাপসীকে। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে আসছেন তাপসী। কিং খানের সঙ্গে একই পর্দায় আসা নিয়ে তাপসী একাধিকবার তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ফিল্মফেয়ার সাময়িকীকে এক সাক্ষাৎকারের সময় তিনি এ ব্যাপারে আরও খোলামেলা কথা বলেন। শাহরুখের সঙ্গে জুটি বাঁধার প্রসঙ্গে তাপসী বলেছিলেন, ‘“ডানকি” আমার জীবনের সেরা ঘটনাগুলোর মধ্যে একটা।