You have reached your daily news limit

Please log in to continue


হুমকির পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং

কোরীয় উপদ্বীপের পূর্ব সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। শনিবার (২২ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটায় তারা।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস কেন্টাকি দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে নোঙর করে। এ বিষয়টি নিয়ে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। একদিন পরই সেটির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি।

আল জাজিরার খবরে এসব তথ্য দেওয়া হয়। খবরে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) স্থানীয় সময় ভোর ৪টা থেকে উত্তর কোরিয়ার উৎক্ষেপণগুলি শনাক্ত করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ। দুপক্ষের সহযোগিতা বজায় রেখে সব কিছুর ওপর নজরদারি ও সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোর ধরনগুলো খুঁজে বের করার চেষ্টা চরছে।

ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব সাগরে পরীক্ষা করা হলেও সেগুলো কত দূরত্ব অতিক্রম করেছিল তাৎক্ষণিকভাবে জানায়নি জেসিএস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন