টেকনাফের গহীন পাহাড়ে ‘আরসার আস্তানা, টর্চার সেল’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১৫:৪৪

কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা ‘আরসা’র গোপন আস্তানা খুঁজে পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব।


এ বাহিনী বলছে, সেই আস্তানায় তারা একটি ‘টর্চার সেল’ দেখেছে। অপহরণ করে সেখানে মানুষকে নিয়ে নির্যাতন চালানো হয় মুক্তিপণ আদায় করতে।


সেই ‘আস্তানা’ থেকে ‘আরসার সামরিক কমান্ডার’সহ ছয় সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়ে র‌্যাব-১৫ বলছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সাতটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ টাকা।

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ছয়জন। এরা সবাই মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সদস্য বলে জানানো হয়েছে।
যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হত্যার পর মরদেহ গুমের সঙ্গে জড়িত বলেও জানানো হয়েছে।


শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে শনিবার সংবাদ সম্মেলনে করে জানিয়েছে র‌্যাব-১৫।


কক্সবাজারে ইউনিট কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “টেকনাফের গহীন পাহাড়টিতে আরসা সন্ত্রাসীরা গোপন আস্তানা তৈরি করে ‘টর্চার সেল’ গড়ে তুলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওখানে অভিযান চালানো হয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৩৮ কিশোর আটক

বিডি নিউজ ২৪ | ঢাকা মেট্রোপলিটন
৯ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us