You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ-ভারত: শুরুতেই আউট বিতর্ক

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের সেমিফাইনালে ম্যাচ নিয়ে শুরুতেই বিতর্ক সৃষ্টি হয়েছে। স্টাম্পিং আউটের সিদ্ধান্ত দিয়ে লাল বাতি জ্বালিয়ে দেওয়ার পরও তা প্রত্যাহার করেছেন থার্ড আম্পায়ার। ঘটনা ভারতের ইনিংসের ১৪তম ওভারের। রাকিবুলের বল ডিফেন্স করতে গিয়ে উইকেট থেকে বেরিয়ে পড়েন তিনে নামা ভারতীয় ইমার্জিং ক্রিকেটার নিকিন জোশ।

বাংলাদেশ ইমার্জিং দলের উইকেটরক্ষক আকবর আলী একটু দেরি করে ফেলেন স্টাম্প ভাঙতে। তবে খুব বেশি দেরি না করে স্টাম্প ভেঙে দেন তিনি। আউটের আবেদন করেন। টিভি রিপ্লেতে বিষয়টি ফিফটি ফিফটি মনে হচ্ছিল। টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন। সেই হিসেবে আউটের চিহ্ন হিসেবে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়। বাংলাদেশ দল উদযাপন শুরু করে।  কিন্তু পরেই মাঠে থাকা আম্পায়ার হাত ইশারার থামার নির্দেশনা দেন। এরপর টিভি আম্পায়ার তার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। জ্বালিয়ে দেন সবুজ বাতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন