প্রায় ১৫ বছর নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থেকে দলীয় আনুগত্যের নামে আওয়ামী লীগ যে সংস্কৃতিকে বেড়ে উঠতে দিয়েছে, তারই ফল এখন তারা ভোগ করছে। এর প্রকাশ ঘটছে ঔদ্ধত্য, আইনের প্রতি অসম্মান, ভিন্নমতের প্রতি অশ্রদ্ধা ও প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখার প্রবণতার মাধ্যমে। সার্বিক পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে সেই প্রবাদ বাক্য, 'যেমন কর্ম, তেমন ফল'।
এসব কিছুর সূত্রপাত দলটিতে লালিত এক ধরনের ঔদ্ধত্যের মানসিকতা থেকে। সেটি হলো—যারা দলটির বিরুদ্ধাচরণ করেন, তাদের কাছে কোনোভাবেই দেশের স্বার্থ প্রাধান্য পায় না এবং এ কারণে তারা নিশ্চিতভাবেই বাংলাদেশের 'শত্রু'। তাদের দেশপ্রেম অবশ্যই প্রশ্নবিদ্ধ। যারা আওয়ামী লীগের সমালোচনা করেন, তাদের মধ্যে ভালো কিছুই নেই, তাদের পুরোটাই মন্দ।