সরকারের নতুন অর্থবছরের শুরুটাই হলো ধার দিয়ে। রাজস্ব আয়ের বড় ঘাটতির কারণে সরকারের পরিচালন খরচ মেটানো হচ্ছে টাকা ছাপিয়ে। চলতি অর্থবছরের মাত্র ২০ দিন পার হলো। এরই মধ্যে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ১৩ হাজার কোটি টাকা ধার করেছে।
অর্থনীতিবিদেরা বলছেন, একদিকে মুদ্রানীতিতে টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি কমানোর কৌশল; অন্যদিকে সরকারি খরচ মেটাতে অবাধে টাকা ছাপানোর ফলে উল্টো মূল্যস্ফীতিকে উসকে দেওয়ার পথে হাঁটছে সরকার। এতে বাজারে টাকার প্রবাহ বেড়ে গিয়ে দ্রব্যমূল্যের আগুনে আবার ঘি ঢালার মতো অবস্থা তৈরির আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মূল্যস্ফীতির দিক দিয়ে দেশ কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে। প্রায় দুই বছর ধরে জিনিসপত্রের দামে সাধারণ মানুষ অনেকটা দিশেহারা। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কিছুটা কমে এলেও ডলারের বাড়তি দামের কারণে এর সুফল পাচ্ছে না দেশের ভোক্তারা।