প্রেক্ষাপটে হিরো আলম

দেশ রূপান্তর মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঞা প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৭:২৯

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রের বাইরে একদল উচ্ছৃঙ্খল যুবক মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা বারো দেশের কূটনীতিক উদ্বেগ প্রকাশ করে যৌথভাবে একটি বিবৃতি প্রকাশ করেছে যা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।


পশ্চিমা কূটনীতিকদের যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ হয়ে লাভ নেই। হিরো আলমকে জোকার, ছোটলোক ইত্যাদি নানাভাবে বর্ণনা করা যেতেই পারে। তাই বলে নাগরিক হিসাবে তার অধিকারকে অস্বীকার করার উপায় নেই। সংবিধান অনুযায়ী হিরো আলমের সংসদ নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই। সংসদ সদস্য হতেও বাধা নেই। বগুড়া ৪ আসনের উপনির্বাচনে তার নিজের থানা কাহালুতে ৬৩ কেন্দ্রে জয়লাভ করে শেষ পর্যন্ত ৮৩৪ ভোটের ব্যবধানে না হারলে এখন তিনি সংসদেই থাকতেন।


একজন সংসদ সদস্য প্রার্থী হিসাবে নির্বাচনের দিন হিরো আলমের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। অথচ কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে কেন্দ্রের বাইরে একদল খ্যাপাটে যুবকের হাতে তুলে দেন! ব্যাপারটা এমন যে, "নে, বাইরে নিয়ে মার"!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us