ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূমির সংযোগ স্থাপনকারী কার্চ প্রণালির ওপর সেতুটি ১৭ জুলাইয়ের হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি নৌড্রোন হামলার সফল দৃষ্টান্ত।
এ হামলার ব্যাপারে কিয়েভ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি দেওয়া হয়নি। কিন্তু জুন মাসের শুরু থেকে ইউক্রেন যে পাল্টা আক্রমণ শুরু করেছে, সেই অভিযানে তারা যে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ লাইনে আঘাত করতে পেরেছে, এটা তারই দৃষ্টান্ত। কিন্তু এই হামলার প্রতীকী গুরুত্বও অনেক। কেননা, অধিকৃত একটি ভূখণ্ডে রাশিয়ার নিজস্ব নিরাপত্তাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে এ ড্রোন হামলা।