গত মার্চে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উৎসব দেখতে গিয়ে চাকরি হারিয়েছিলেন আর্জেন্টাইন এক তরুণী। হুইলেন বারবিয়েরি নামের সেই তরুণী আর্জেন্টিনা–পানামার খেলা দেখার জন্য নিজ অফিসে অসুস্থতার ভুয়া কাগজ দেখিয়ে ছুটে গিয়েছিলেন মনুমেন্তাল স্টেডিয়ামে। পানামার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয় ভালোই উপভোগ করেছিলেন বারবিয়েরি। কিন্তু তারপর চাকরি হারিয়ে এর খেসারত দিতে হয়েছে তাঁকে।
প্রিয় দলের খেলা দেখার জন্য নানা অজুহাতে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফাঁকি দেওয়ার উদাহরণ অবশ্য নতুন নয়। তবে ব্রাজিলের সরকারি কর্মচারীদের নারী বিশ্বকাপ দেখতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হবে না। এমনকি খেলা দেখে দেরি করে অফিসে এসে দিতে হবে না কোনো অজুহাতও। ব্রাজিলের সরকারি কর্মচারীদের অফিসের জন্য খেলা দেখতে না পারার বিড়ম্বনা থেকে মুক্তি দিচ্ছে খোদ দেশটির সরকার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের ম্যাচ ঠিকঠাক উপভোগ করার সুযোগ করে দিতে সরকারি কর্মচারীদের অফিসের সময়সূচি বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার।